নয়াডাক ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী কোলনী পাড়ায় মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত হয়েছে। নিহত মটর সাইকেল চালক কালিগঞ্জ উপজেলার তান্দুলিয়া গ্রামের অরেবিন্দ মন্ডলের পুত্র প্রকাশ মন্ডল (৪৬)। সূত্রে জানা যায় , নিহত অরেবিন্দসহ একই এলাকার দামু দাস সরদারের পুত্র প্রদীব দাস সরদার ও অনিল সরকারের পুত্র নারায়ন সরকার ১১ ই জানুয়ারী ( শনিবার) বিকাল ৪.৩০ মিনিটের দিকে মটর সাইকেলযোগে কালিঞ্চী এলাকায় সুন্দরবন দেখতে যায়। অসাবধানতা বশত হঠাৎ মটর সাইকেল খারাপ রাস্তায় চলে যায় এবং ধাক্কা লেগে অরেবিন্দ পাশে নদীর চরে থাকা নৌকায় ছিটকে পড়ে । তার চালিত মটর সাইকেলও গায়ের উপরে পড়ে। স্থানীয়রা এসে উদ্ধার করলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার অপর সঙ্গী নারায়ন সরকার আহত হলে তাকে শ্যামনগর হাসপাতালে প্রেরন করা হয়। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে এস,আই জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করতে বলেন। এস,আই জহুরুল ইসলামের মুঠোফোনে বার বার কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।