নয়াডাক ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর – ভেটখালী মেইন সড়কের মানিকখালী ব্রীজের পাশের মোড় হতে এক রাতে চার দোকানে চুরি হয়েছে। সরজমিনে দেখা যায় , শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট মটের চক এলাকার চিত্ত রঞ্জন মন্ডলের পুত্র সুব্রত মন্ডলের পরিচালনাধীন জননী টেলিকম , একই এলাকার সামছুর রহমানের পুত্র মোঃ শহিদুল ইসলামের পরিচালনাধীন সুফিয়া টেলিকম, মজিদ সরদারের পুত্র মোস্তাফিজুর রহমানের পরিচালনাধীন মোস্তাফিজুর টি ষ্টোর , মৃত আশরাফ হোসাইনের পুত্র মোঃ মাহমুদ হোসেনের পরিচালনাধীন বিসমিল্লাহ ফামের্সী প্রতিদিনের ন্যায় শনিবার রাতে বন্দ করে বাড়ী যায়। প্রতিদিনের মত রবিবার ফরজের নামায পড়ে শহিদুল ইসলামের ভাই মোঃ শহিদ সুফিয়া টেলিকমে যান এবং চুরির ষিয়টি তার নজরে আসে। তাৎক্ষনিক সে বিষয়টি সকলকে অবগত করে। প্রতিটি দোকান হতে নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্যামনগর থানার এস,আই সরল কুমার ও এ,এস,আই মোঃ লিয়াকত হোসেন। বর্তমানে প্রতিনিয়ন শ্যামনগর উপজেলায় ছিচকে চোরের উপদ্রব বেড়ে চলেছে। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে দুই একজন গ্রেফতার হলেও থেমে থাকছে না চুরি। প্রশাসন ও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় গ্রাম পুলিশ ও আনছার বাহিনী দিয়ে কমিটি গঠন করে রাতে টহল, প্রতিটি এলাকায় চুরির সাথে জড়িত এমন ব্যক্তিদের তালিকা প্রনয়নসহ প্রশাসনের কঠোর অভিযান ও নজরদারীর মাধ্যমে বন্ধ হতে পারে চুরি এমনটি মনে করছেন এলাকাবাসী। এ বিষয়ে শ্যামনগর থানার এস,আই সরল কুমার বিশ্বাস বলেন , সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। চুরির সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত আছে। শ্যামনগর থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম বলেন , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । ঘটনাস্থলের পাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চুরির সাথে জড়িতদের সনাক্তসহ গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে।