নয়াডাক ডেস্ক : ১৩ ই জানুয়ারী , ( শনিবার) বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা গনসংযোগ ও রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে মত বিনিময় করেন। সভায় রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম সদস্য হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত সেক্রেটারী ধর্মদাস কর্মকার ও মনোনয়ন প্রত্যাশী বক্তব্য প্রদান রাখেন। মত বিনিময় সভায় দলের স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভা শেষে ভেটখালী বাজারের ব্যাবসায়ী ও ক্রেতাদের সাথে কুশল বিনিময় করে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।