গত ১০ জানুয়ারী বাংলাদেশ জার্নাল ও দ্বীনের আলো পত্রিকায় “সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জিএম আব্দুর রহিম এর দলিল জালিয়াতি ও মাদকের টাকায় কোটি কোটি টাকার রাজ প্রসাদ নির্মান ও জমি ক্রয়ের টাকার সঠিক উৎস জানতে চায় এলাকার জনসাধারন” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে ভোমরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহিমকে দূর্নীতি গ্রস্থ, স্বর্ণ পাচারকারী, জাল দলিল লেখকসহ মদ্য সেবনকারী উল্লেখ করে যে সংবাদ প্রকাশ পেয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।
আমাদের এলাকাবাসীর দেখা ও জানা সূত্রে ইউপি সদস্য আব্দুর রহিম কোন দুর্নীতি কিংবা অসৎ কাজের সাথে জড়িতনা। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর হয়ে কাজ করাতে কিছু কুচক্রী মহল আমাদের ইউপি সদস্যের ভাবমূর্তি নষ্ট ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য উক্ত মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তাছাড়া ওই সংবাদের একাংশে বলা হয় আমাদের ইউপি সদস্য আব্দুর রহিমের সাথে প্রকাশিত সংবাদটির প্রতিবেদক যোগাযোগ করে। যেটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ইউপি সদস্যের সাথে এব্যাপারে কোন সাংবাদিক যোগাযোগ করিনি।
একারনে আমরা পত্রিকায় প্রকাশিত ওই মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
পাঁচানি এলাকাবাসী, ভোমরা ইউনিয়ন, সদর উপজেলা, সাতক্ষীরা।