নয়াডাক ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালীতে অবস্থিত সন্ধ্যা হোমিও চিকিৎসালয়ে আগুন লেগে দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। সন্ধ্যা হোমিও চিকিৎসালয়ের চিকিৎসক রমজাননগর গ্রামের অবনি চন্দ্র বিশ্বাসের পুত্র সুশান্ত কুমার বিশ্বাস বলেন , প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় আমার পরিচালনাধীন হোমিও চিকিৎসালয় বন্দ করে বাড়ীতে যায়। সোমবার রাত্র ২.৩০ মিনিটের দিকে আমার দাদা দিপংকর ফোন দিয়ে চিকিৎসালয়ে আগুন ধরেছে বলে জানাই। আমি ছুটে আসি , কিন্তু তার ভিতরে আগুনে আমার চিকিৎসালয় পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসায় আশে পাশে আগুন ছড়ায়নি। আগুনে তার দুই লক্ষাধিক টাকার ঔষধ নষ্ট হয়েছে বলেও জানান তিনি। সংবাদ পেয়ে ঘটনার স্থান শ্যামনগর থানা পুলিশ পরির্র্শন করেছে। এ বিষয়ে রমজাননগর বিট অফিসার এস,আই বাবুল আক্তার বলেন , সংবাদ পেয়ে আমরা ঘটনার স্থান পরিদর্শন করেছি। আগুনের সুত্রপাত কিভাবে লেগেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টের কারনে আগুনের সুত্রপাত ঘটতে পারে।