নয়াডাক ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় শিশু মোঃ হাসান (৮) কে ফিরে পেল তার পরিবার।নিখোঁজ হাসানকে উদ্ধার পূর্বক তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। হাসান যশোর জেলার , শার্শা থানার লাউতারা গ্রামের আলমগীর হোসেনের পুত্র। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান , হাসান তার নিজ বাড়ী হতে নিখোঁজ হয়ে কলারোয়া শহরের বিভিন্ন জায়গায় একা একা অসহায়ের মত ঘুরতে থাকে। পরবর্তীতে বিষয়টি আমার নজরে আসলে ভিকটিম মোঃ হাসান(০৮)’কে উদ্ধার পূর্বক থানা হেফাজতে নিয়ে আসি। পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করে ০৩ ই অক্টোবর , মঙ্গলবার সন্ধ্যায় হাসানের মা মোছাঃ শাহানারা খাতুন এর জিম্মায় তাকে হস্তান্তর করা হয়।