নয়াডাক ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বোশখালী ও জয়াখালী গ্রামে লবন পানি উত্তোলন করে ধান্য ফসল , বসত বাড়ীর গাছগাছালি , মিষ্টি পানির পুকুর নষ্ট করায় ইউনিয়নের পুরুষ , নারীদের উপস্থিতিতে মাবন বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় বোশখালী প্রাক্তন ইউ,পি সদস্য মোহাম্মাদ আলী কাগুচীর বাড়ী সংলগ্ন মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মাবন বন্ধনে উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য মোঃ সোমশের আলী , সাংবাদিক মোঃ আকতার হোসেন , মোঃ আব্দুল কাদের , মোঃ আমিনুর রহমান , স্থানীয় রহিম গাজী , ইউসুপ আলী শেখ , তাহজ্¦দ আলী , মোঃ সোহরাব হোসেন , আঃ গফ্ফার শেখ , আঃ খলিল শেখ , হোসেন আলী, আব্দুল হাই, আব্দুল মজিদ
কাগুচী , মোঃ নূরুজ্জামান, আবুল কালাম , নূর হোসেন জীবন, আঃ আলিম প্রমুখ।
মানব বন্ধনে উপস্থিত ব্যক্তিরা বলেন , সাহেবখালী গ্রামের মৃত গোলাম গাজীর
পুত্র আলমগীর , অছির উদ্দীন শেখের পুত্র মোজারুল ইসলাম , রাশিদুল ইসলাস
খোকন, বোশখালী গ্রামের ময়নদ্দীন গাজীর পুত্র সিদ্দিক গাজী বোশখালী বিজিবি
সড়কের মেইন সড়কের রাস্তা কেটে পাইব বসিয়ে লবন পানি উত্তোলন করছে। যার ফলে
শতাধিক বিঘা জমির ধান্য ফসল নষ্ট হওয়াসহ বসত বাড়ীর গাছগাছালি , মিষ্টি
পানির পুকুর নষ্ট হয়েছে। তারা লবন পানি বন্দের দাবীতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। উক্ত মানব বন্ধন অনুষ্ঠানটি পরিচালনা
করেন সাংবাদিক মোঃ শাহিন আলম।