সাইফুল ইসলাম ( বিশেষ প্রতিনিধি)ঃ-সাতক্ষীরা শ্যামনগর থানার পুলিশের অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে শ্যামনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে শ্যামনগর থানার এসআই শেখ নুর কামাল, এএসআই রফিকুল ইসলাম ২৩ বোতল ফেন্সিডিল সহ শহিদুল্লাহ ও মাহফুজুর রহমান উজ্জল কে গ্রেফতার করে এবং এসআই মোঃ মোস্তফা আলম ও এএসআই আল মামুন অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবা সহ হাফিজুর রহমানকে গ্রেফতার করেন। মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয় বলে ওসি জানান। এ ছাড়া ওয়ারেন্ট মূলে ২ জনসহ মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করে আজ তাদেরকে আদালতে প্রেরন করা হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।