নয়াডাক ডেস্ক : ৪ ই জানুয়ারী ( শনিবার) দুপুর ১.৩০ মিনিটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর – ভেটখালী মেইন সড়কের পাতড়াখোলা নামক স্থানের গ্রাম পুলিশ মোঃ এনামুলের বাড়ী সংলগ্নে মটর ভ্যানের চাকার সাথে নিজের ব্যবহৃত চাদর জড়িয়ে ঘটনাস্থলে এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। এ সময় মটর ভ্যান চালক পালিয়ে যায়। নিহত বৃদ্ধ শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী সরদার পাড়ার মৃত বেলয়ায়েত গাজীর পুত্র মোঃ আব্দুর রশিদ (৭০)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় , আব্দুর রশিদ ও তার স্ত্রী যশোরে মেয়ের বাড়ীতে যান ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল শোনার জন্য । শুক্রবার মাহফিল শেষ করে শনিবার যশোর মেয়ের বাড়ী হতে বাড়ীর আসার পথে বংশীপুর থেকে আব্দুর রশিদ এবং তার স্ত্রী মটর ভ্যানে উঠেন। পাতড়াখোলার গ্রাম পুলিশ মোঃ এনামুলের বাড়ী সংলগ্নে নিজের অজান্তে কাছে থাকা গলার চাদর মটর ভ্যানের চাকার সাথে জড়িয়ে যায়। ঘটনাস্থলে আব্দুর রশিদের শরীল থেকে মাথা দ্বিখন্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। সংবাদ পেয়ে রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন , রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিদুজ্জামান সহিদ , প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ আকবার আলী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ ও পারিবারিক ভাবে অভিযোগ না থাকায় নিহত আব্দুর রশিদের লাশ দাফন সম্পন্ন করার জন্য স্বজনরা বাড়ীতে নিয়ে যায়। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের মুঠো ফোনে কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।