![](http://nayadak.com/wp-content/uploads/2024/08/B-N-P-44.jpg)
নয়াডাক ডেস্ক : ১৯ শে আগষ্ট ( সোমবার ) , সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির পক্ষ থেকে লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
গত ৫ই আগস্ট রমজাননগর এবং মুন্সিগঞ্জ ইউনিয়নে দুষ্কৃতকারীদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে অধিকতর ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে টোকেন গিফট স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয় । সাথে সাথে দেশনায়ক তারেক রহমানের উদ্বেগ, উৎকণ্ঠা ও তাদের নিরাপত্তার বিষয়ে তারেক রহমানের নির্দেশনা, অনুভূতি ও ভালবাসার কথা সংখ্যালঘু সম্প্রদায়কে অবহিত করে হয় । এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম মনিরুজ্জামান , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত ) মোঃ সোলায়মান হোসেন , রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহিদ , শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি , সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি , সাধারণ সম্পাদকসহ শ্যামনগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল , কৃষকদল সহ অন্যন্য অঙ্গসংগঠনসমূহ ও স্থানীয় নেতৃবৃন্দ |