নয়াডাক ডেস্ক : ০৭ ই নভেম্বর (মঙ্গলবার ) সকাল ১১ টায় ফেইথ ইন এ্যাকশন ও ওর্য়াল্ড রিনিউ এর সহযোগিতায় ভেটখালী রমজাননগর সি সি সির আয়োজনে রমজাননগর ইউনিয়নের ৬১ নং ভেটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কলম ব্যাংক, ফাষ্ট এইড বক্স স্থাপন ও হত দরিদ্র ১০ জন ছাত্র ছাত্রীদের মাঝে খাতা ও কলম বিতরন করা হয়। এতে করে স্কুলের ছাত্র ছাত্রীরা নৈতিক শিা পাবে। পড়াশোনার মাঝে উপকার ভোগ করবে ও অসুস্থ্য হলে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা বিনামুল্যে পাবে। একই দিনে মানিকখালী সি সি সি ও বুড়িগোয়ালীনি সি সি সির আওয়াতাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কলম ব্যাংক ও ফাষ্ট এইড বক্স স্থাপন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের পে প্রকল্প ব্যবস্থাপক মিঃ মিল্টন বাড়ৈ, শমূয়েল সাংমা, রমজাননগর সি সি সির সভাপতি মোঃ হাফিজুর রহমান, ছায়া জনসংগঠনের সভাপতি সুষমা রানী মন্ডল, সালাম গাজী, ওমর ফারুক, ডাঃ শ্যামল গায়েন, রবিউল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকিা প্রভাবতী মন্ডল, সীমান্ত প্রেস কাবের সভাপতি নূরুন্নবী ইমন, বুড়িগোয়ালীনি সি সি সির সভাপতি মজিদ সরদার, ফেইথ ইন এ্যাকশনের ফিল্ড অর্গা নাইজার দীপক দাশ, এরিনা হালদার , রিপন বিশ্বাস ও অন্যান্য সদস্যবৃন্দ।।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।