নয়াডাক ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে জামায়াতের সক্রিয় কর্মী কর্তৃক আওয়ামীলীগের ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রাীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষোপ প্রকাশ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। জানা যায় , রমজাননগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মহসিন হোসেন ও রমজাননগর ইউনিয়ন কমিটির সদস্য মোঃ নূরুজ্জামান গাজী সহ কয়েকজন আওয়ামী কর্মির নামে সোরা গ্রামের জামাত কর্মি ময়নদ্দীন গাজীর পুত্র মোস্তফা গত ৩০-১০-২৩ তারিখে শ্যামনগর থানায় মিথ্যা মামলা দায়ের করে । মামলা নং – ৩৮। বিষয়টি নজরে নিয়ে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আঃ গফ্ফার তরফদার, সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আঃ বারী গাজী সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেত্রীবৃন্দ। একাধিক আওয়ামীগ নেতা বলেন , বর্তমানে বিরোধী দলের আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে ৬ নং ওয়ার্ডের সভাপতি জি, এম, মহাসীন হুদার নেত্রীতে দলীয় কর্মিরা সব সময় অবস্থান করেন। পারিবািরিক কোলাহল ও আধিপত্য বিস্তারের জন্য সোরা গ্রামের মোবারক গাজীর পুত্র ইউ,পি সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন যুবলীগের নাম ভাংগিয়ে সোরা গ্রামের জামাত বি এন পির পৃষ্টো পোষক হিসাবে কাজ করছে। এই মামুন মেম্বার এর সহযোগিতায় আওয়ামীলীগের নেতা কর্মির নামে শ্যামনগর থানায় মামলা দায়ের হয়েছে। মিথ্যা মামলাটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আওয়ামীলীগ নেতাকর্মীরা।