ডেস্ক রিপোট : সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধানকে চ্যালেঞ্জ করে আজ মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদে লাইসেন্স বিহীন ডাম্পার রাতে চলাচলের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার শ্যামনগর উপজেলা পরিষদের আইন শৃংখলা সংক্রান্ত সভায় এ সীদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সভার প্রধান অতিথী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল, শ্যামনগরের ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা পরিসদের অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন। সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় কৃষি কাজে ব্যাবহারিত কলের নাঙ্গলের রুপান্তরিত ডাম্পারে সয়লাব রাস্তা ঘাট। এই রুপান্তরিত ডাম্পার সড়কে চলার কোন লাইসেন্স নেই। স্থানীয় ভাটা মালিক, ঠিকাদারী প্রতিষ্ঠান ও কিছু ব্যাবসায়ী এই রুপান্তরিত ডাম্পার দিয়ে মাটি, বালি ও পন্য বহনের জন্য দিন রাত রাস্তায় চলাচল করছে। এই রুপান্তরিত ডাম্পার মাটি, বালি নিয়ে রাস্তায় চলাচলের ফলে রাস্তার যেমন ক্ষতি হচ্ছে তেমনি সড়কে দূর্ঘটনার হার বেড়ে গেছে। ডাম্পার বন্দের জন্য শ্যামনগর উপজেলাার সাংবাদিক ও সুধি সমাজ আন্দোলনে নেমে পড়লে স্থানীয় প্রশাসন ডাম্পার বিরোধী কিছু অভিযান চালায়। এরপরে আন্দোলন ঝিমিয়ে পড়লে প্রশাসনও তেমন কোন পদক্ষেপ নেয়নি। সম্প্রতি কালিগঞ্জ উপজেলা এলাকায় ডাম্পারে চাপা পড়ে সড়কে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা আমলে নিয়ে গত রবিবার কালিগঞ্জ উপজেলা পরিষদ কালিগঞ্জ উপজেলা এলাকায় দিনে ডাম্পার বন্দ রাখার সিদ্ধান্ত গ্রহন করে। একই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলা পরিষদ আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আইন শৃংখলা সংক্রান্ত এক সভা
অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ এবং সদস্য সচিব শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল। সভায় শ্যামনগর উপজেলা এলাকায় দিনে ডাম্পার চলাচল বন্দ রাখে রাত ১০টার পরে ডাম্পার চলাচলের সীদ্ধান্ত গ্রহন করে। সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক লাইসেন্স বিহীন কোন ইন্জিন চালিত যানবাহন সড়কে চলাচল করতে পারবে না। এই রুপান্তরিত ডাম্পার গুলোর কোন লাইসেন্স নেই। যেখানে দেশের সংসদে প্রনীত আইনে এই রুপান্তরিত ডাম্পার রাস্তায় চলাচলের কোন সুযোগ নেই সেখানে উপজেলা পরিষদ রেজুলেশন করে দিনে রাস্তায় ডাম্পার চলাচল বন্দ রেখে রাতে চলাচলের অনুমতি দিতে পারে কি না? এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের মূখ্য নিবাহী প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন যানজট নিরাসন ও সাধারন মানুষের জান মালের হেফাজতের কথা বিবেচনা করে এই সীদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাম্পার চলাচলের অনুমতি উপজেলা পরিষদ দিতে পারে কি না? এ বিষয়ে সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সাংসদ এস এম জগলুল হায়দারের কাছে জানতে চাইলে তিনি বলেন উপজেলা পরিষদের ঐ মিটিংয়ে তিনি ছিলেন না তবে তার নির্বাচনী এলাকার সড়কে নিরাপত্তার কথা বিবেচনা করে ডাম্পার বন্দের বিষয়ে তিনি যথাযত কতৃপক্ষের সাথে কথা বলবেন।