হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হত- দরিদ্র ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বেলা ১১ টায় নলতা বাজাজ মার্কেটে নলতার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। প্রত্যেককে ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাল ও একটি করে শাড়ি কাপড় প্রদান করা হয়।আলহাজ্ব জাহিদুল হক এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, কালিগঞ্জ থানার সাব- ইন্সপেক্টর আলী আজম, প্রেসক্লাবের সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, সাংবাদিক শেখ আতিকুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ। অত্যন্ত সু-শৃংখলভাবে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ অনুষ্ঠানের পর দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।Related: michael “mikey lance” lancelotti, how to hack dogeminer with inspect element, cyclone two harbors to avalon schedule, celebrities with bad breath, toledo msbs 2021 2022, aldo gallardo pareja, dodge charger turbo kit, in memory of our classmates by unknown, patricia foley obituary 2021, closed due to staff shortage, keith davies coronation street big fun, john adams high school basketball, richard hadlee first wife, zoom green pumpkin worm, difference between nescafe classic and taster’s choice,
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।