নয়াডাক ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার সংলগ্ন
গ্রামীন সিম কোম্পানীর টাওয়ার থেকে অভিনব কায়দায় ছব্বিশটি ব্যাটারী চুরি
হয়েছে। যার আনুমানিক মূল্যে তিন লক্ষ টাকা। জানা যায় , মঙ্গলবার সকাল ৮
টার দিকে একটি কাল প্যাজারো গাড়ি নিয়ে একটি চোর চক্র ভেটখালী বাজার
সংলগ্নে অবস্থিত গ্রামীন সিম কোম্পনীর টাওয়ার বিল্ডিং উপস্থিত হয়ে দরজার
তালা কেটে ভিতরে প্রবেশ করে ছব্বিশটি ব্যাটারী নিয়ে একই গাড়ী যোগে স্থান
ত্যাগ করে। চুরির কাজে ব্যবহৃত গাড়ীটি সিম কোম্পানীর ব্যবহৃত গাড়ীর মত
দেখতে। যার ফলে চক্রটি খুব সহজে চুরিটি সংগঠিত করে।
বিষয়টি গ্রামীন সিম
কোম্পানীর উর্দ্ধতন কর্তৃপক্ষ সিংনালের মাধ্যমে বুঝতে পেরে তাৎক্ষনিক লোক
পাঠায় । কিন্তু সিম কোম্পানীর গাড়ী পৌছানোর আগে চোরচক্র ব্যাটারী নিয়ে
পালিয়ে যায়। এ বিষয়ে গ্রামীর সিম কোম্পানীর সাতক্ষীরার সিনিয়র টেকনিশিয়ান কৌশিক বিশ্বাস বলেন , আমাদের সিমের টাওয়ার বিল্ডিং এ সিসি ক্যামেরা নেই। আমাদের কোম্পানীতে কর্মরত ব্যক্তি ব্যাতিত অন্য কেউ টাওয়ার বিল্ডিং প্রবেশ করার চেষ্টা করলে সিংনালের মাধ্যমে আমরা সেটি বুঝতে পারি। সকালে এমন ঘটনা আমরা সিংনালের মাধ্যমে বুঝতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু আমার পৌছানোর আগে চোর চক্র ব্যাটারি নিয়ে চলে যায়। এ বিষয়ে শ্যামনগর থানায় অভিযোগ করাসহ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।