নয়াডাক : সতক্ষীরার শ্যামনগরের মাদার নদীর চরের গাছ কেটে চর দখল বন্দে হাইকোটের নির্দেশনা কেন বাস্তবায়ন করা হয়নি, জানতে চেয়ে সাতক্ষীরার ডিসি মোঃ হমায়ুন কবির, শ্যামনগরের ইউ, এন ও এবং কৈখালীর তহশীলদার সুধীন কুমার সরকারকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন জনস্বার্থে রিট আবেদনকারী শ্যামনগরের মানিকখালী গ্রামের হাজী আবুল হোসেনের পুত্র মোঃ হুমায়ুন কবীর। গতকাল হুমায়ুন কবিরের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ত্বোহা কামালউদ্দীন হীরা। নোটিশে বলা হয় হাইকোট বিভাগের ৬১৯৪/১৪ নং রিট মামলায় শ্যামনগর উপজেলার মাদার নদীর চরের ম্যানগ্রোভ প্রজাতীর বৃক্ষ নিধোন করে চর দখল বন্দ রাখতে হবে। হাইকোটের এ নির্দেশ বাস্তবায়ন করবে সাতক্ষীরার ডিসি, শ্যামনগরের ইউ, এন ও এবং কৈখালীর তহশীলদার। আদালতের এ নির্দেশ এর পরে মাদার নদীর চরের কৈখালী, পরানপুর, রমজাননগর, ভেটখালী ও কালিঞ্চি মৌজার চরে শত শত বিঘা জায়গার গাছ কেটে চর দখল হয়। চর দখলের এসব চিত্র বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ হয়। গাছ কেটে চর দখল হলে কৈখালীর তহশিলদার সুধীন কুমার সরকার প্রথমে বাধা দিয়ে পরে দখলকারীদের কাছে ম্যানেজ হয়ে আদালতের নির্দেশকে বৃদ্ধাংগুলি দেখিয়েছেন। আদালতের এই আদেশ অমান্য করার কারন ৭ দিনের ভেতর ব্যাখ্যা দেওয়ার জন্য গতকাল এ নোটিশ দেওয়া হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।