আব্দুল কাদের , নিজেস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার
৭২নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডলের বিরুদ্ধে ২০১৯-২০ও ২১ অর্থ বছরের সরকারি ভাবে স্কুলের কাজের জন্য বরাদ্দ কৃত দুই লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন। স্কুলের ক্যাচেমেন্ট এলাকার বাবলু মোড়লের পুত্র মাফিজুর রহমান বাদী ১-৬-২০২২তারিখে শ্যামনগর শিক্ষা কর্মকর্তা সহ জেলা ও বিভাগীয় দপ্তরে অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায় ৭২নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার কাম স্কুল যাহা দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওই ঝুঁকিপূর্ণ স্কুল কাম সাইক্লোন শেল্টার পূর্ণ সংস্কার করার জন্য স্লীপের টাকা, স্কুল রুটিন মেইনটেন্ট, ক্ষুদ্র মেরামত, সরকারি ভাবে জাতীয় দিবস পালন, স্কুলের গাছ বিক্রয়, স্কুলের জমির হারির টাকা সহ নানাবিধ খাতে টাকা প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডলের নিকট রক্ষিত থাকে। সরকারি টাকা কোনো প্রকার কাজ না করিয়া নানা বিধ অজুহাতে উক্ত টাকা আত্মসাৎ করে চলছে।এবিষয়ে শ্যামনগর শিক্ষা কর্মকর্তা সহ জেলা ও বিভাগীয় দপ্তরে অভিযোগ করেছে দুই মাসের ও অধিক হলেও কোন প্রকার কার্যক্রম দেখা যায়নি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফিজ মিয়া, আগামী সপ্তাহে তদন্তে যাবো।
৭২নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল বলেন, আমি স্কুলে অনেক উন্নয়ন করেছি সেটা আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ অবগত আছে ।