গত ৩ জুলাই ২০২২ ইং তারিখ অনলাইন দৈনিক দেশ টাইমস পত্রিকাসহ অন লাইন পোটাল ও প্রিন্ট পত্রিকায় শ্যামনগরে হত্যার ঘটনায় হত্যার মামলা গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হইয়াছে । । প্রকাশিত সংবাদটি সম্পূন্ন মিথ্যা , ভিত্তীহীন , বানোয়াট ও উদ্দ্যোশ্য প্রণোদিত । প্রকৃত পক্ষে দেবেন্দ্র নাথ কয়াল গং এর সহিত শান্তি মন্ডল দিং এর জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । গত ইং ২২ফেব্রুয়ারী ২০২২ তারিখে যাতায়াতের রাস্তায় মাটি দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় । তবে কোন প্রকার সংঘর্ষের সৃষ্টি হয়নি । উক্ত তারিখে অজুন মন্ডলের পুত্র রবিন্দ্র মন্ডল পাশ্ববর্তী পুকুরে পড়ে মৃত্যু বরন করেন। রবিন্দ্র মন্ডল প্রতিবন্ধী ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন। রবিন্দ্রর মৃত্যুটি নিয়ে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয় । কিন্তু শান্তি মন্ডল দিং সমাজ ও আইনের চোখে অপরাধি সাজানোর জন্য মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে লোহার রড দ্বারা আঘাত করে রবীন্দ্রকে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে উপাস্থাপন করা হয়েছে । যা মিথ্যা ও কাল্পনিক । মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ প্রকাশিত করায় আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
প্রতিবাদকারী
স্বপন কয়াল , তপন কয়াল
তেজেন্দ্র নাথ কয়াল ও সুখদেব কয়াল দিং
ভেটখালী , শ্যামনগর , সাতক্ষীরা।