নয়াডাক প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী কোষ্ট গার্ড ও রায়নগর নৌ-পুলিশের যৌথ অভিযানে পশ্চিম সুনদরবন থেকে ০৪ টি ভারতীয় গরু ও ৩ বস্তা পাতার বিড়ি আটক হয়েছে। কোষ্ট গার্ড ও নৌ-পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে ৩১ শে মে বিকাল ৫.১০ মিনিটে জানতে পারে পশ্চিম সুন্দরবনের মামুন্দী নদী সংলগ্নে ভারতীয় গরু ও পাতাড় বিড়ি আছে। তাৎক্ষনিক কৈখালী কোষ্টগার্ডের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে ০৪ টি ভারতীয় গরু ও ৩ বস্তা পাতার বিড়ি জব্দ করে। তবে এসময় পাচার চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। রায়নগর-নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস সত্যতা স্বীকার করে বলেন , কোষ্টগার্ড ও আমাদের যৌথ অভিযানে পশ্চিম সুন্দরবন থেকে ৪ টি ভারতীয় গরু ও ৩ বস্তা পাতার বিড়ি জব্দ করা হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।