ডেস্ক রিপোট : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চড়া দামে বিক্রয় হচ্ছে তরমুজ। বিষয়টি নজরে নিয়ে প্রশাসনকে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সচেতন মহল। জানা যায় এক শ্রেনীর অসাধু তরমুজ ব্যবসায়ীগণ রমজান মাসকে পুজি করে মাত্র কয়েকদিনের ব্যবধানে তরমুজের লাগামহীন দাম বৃদ্ধি করেছে। মাত্র কয়দিন আগে যে দরমুজ পিস হিসাবে বা কেজি প্রতি ১০-১৫ টাকা বিক্রয় হয়েছে তা বর্তমানে ৩৫-৪০ টাকা কেজি। শ্যামনগর উপজেলার বিভিন্ন বিলে তরমুজ চাষ হয়। তীব্র রোদে কৃষক বহু কষ্ট করে তরমুজ চাষ করে খাবার উপযোগী করেও নার্য্য মূল্যে পাচ্ছে না। কৃষকের নিকট থেকে কেজি বা পিস হিসাবে কম টাকায় তরমুজ ক্রয় করে সেন্ডিগেটের মাধ্যমে রোজার মাসকে কাজে লাগিয়ে প্রতিদিন লাগামহীম দাম বৃদ্ধি করে চলেছে অসাধু ব্যবসায়ীরা । যার ফলে গরীব , অসহায় ব্যক্তিরা তরমুজ ক্রয় করতে পারছে না। এ বিষয়ে কথা বলার জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।