ডেস্ক রিপোট : সাতক্ষীরার শ্যামনগর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলার ভিকটিমের নাম ঠিকানা সামাজিক গনমাধ্যম ও পত্রিকায় নাম ঠিকানা প্রকাশ করায় আজ বৃহঃবার উপজেলার রমজাননগর গ্রামের মৃত মীর আলী গাজী এর পুত্র আব্দুস সালাম গাজী শ্যামনগর থানায় মোঃ আব্রাহাম লিংকন , মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান সহ অজ্ঞত ৫/৬ জনকে আসামী করিয়া এক লিখিত এজহার দাখিল করেছেন। দাখিলকৃত এজহার সুত্রে জানা যায় মোঃ আব্রাহাম লিংকন,(৩৮) সাংবাদীক, দৈনিক সাতনদী ও মোঃ হাবিবুর রহমান, সম্পাদক, দৈনিক সাতনদী, একাডেমি রোড, মুনজিতপুর, সাতক্ষীরা ১১-০২-২০২১ তারিখের দৈনিক সাতনদী পত্রিকায় ও মোঃ তরিকুল ইসলাম,(২৫) সামাজিক গনমাধ্যমে শ্যামনগর থানার মামলা নং ১৩ তারিখ ০৮-০২-২০২১ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৭/৩০ এর ভিকটিমের নাম ঠিকানা প্রকাশ করিয়া সংবাদ প্রকাশ করেন। এজহারে আরও উল্লেখ করেন মামলা দায়ের করার পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ১৪ ধারার বিধানকে মোতাবেক আইনগত বাধ্যবাধকতাকে উপেক্ষা করে আসামীগন আঃ সালামের উক্ত কন্যা মামলার ভিকটিম জানার স্বত্তেও ভিকটিমের নাম ঠিকানা প্রকাশ করিয়া ২নং আসামী গত ইং ১০-০২-২০২১ তারিখ ১২.০৮ টায় এবং ১ও ৩ নং আসামী অদ্য ইং- ১১-০২-২০২১ তারিখের দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশ করেন। এজহারে আরও উল্লেখ করা হয় ২নং আসামী উক্ত অপহরন মামলার ভিকটিম পুলিশ কতৃক উদ্ধার হইয়া বিজ্ঞ আদালতে জবানবন্দী গ্রহন করার পূর্বে সে ভিকটিমের জবানবন্দী গ্রহন করেছে বলে গনমাধ্যমে প্রকাশ করেছে। ঘটনার বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার এস আই সানির কাছে জানতে চাইলে তিনি বলেন ভিকটিম উদ্ধারের জোর প্রচেষ্ট চলছে এবং কেউ আইনের উর্দ্ধে নয় ভিকটিমের নাম ঠিকানা প্রকাশ করে সংবাদ প্রকাশ করলে তারও ব্যাবস্থা হবে। ওসি আলহাজ্ব নাজমুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন এ ধরনের অভিযোগ তিনি পাননি তবে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।