নয়াডাক ডেস্কঃ- শ্যামনগরের ভেটখালী এলাকায় একই পরিবারের ৫/৬ জন সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর ও ফেসবুকে অপপ্রচারের ঘটনায় সাংবাদিক পরিচয়ে এবং পাটা ছাগলের লাইসেন্স দেখতে চেয়ে চাঁদাবাজীতে ভাইরাল হওয়া সন্ত্রাসীদের হামলায় উভয় পক্ষের হামলায় ৭ জন যখম হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় উপজেলার তারানীপুর গ্রামের শেখ আঃ সবুরের দুই পুত্র জাহাঙ্গীর ও জাহিদ ভেটখালী গ্রামের আল মামুন ও তার পুত্র আব্রাহাম লিংকন, আল ফারুক ও তার দুই পুত্র লিটন ও লিয়ন আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী অতিষ্ট হয়ে ঐ এলাকার একশ্রেনীর যুবকরা প্রতিবাদ করলে প্রতিবাদী যুবকদের উপর গত মঙ্গলবার সন্ধার পূর্ব মুহুত্বে আল মামুনসহ তার দলবল সন্ত্রাসী হামলা চালায়। প্রতক্ষদর্শীরা জানিয়েছেন সন্ধার ঠিক পূর্ব মুহুত্বে ভেটখালী বাজারের কামারের দোকানের সামনে আল মামুন বাহীনি লাঠি সোটা নিয়ে প্রতিবাদী যুবকদের উপর আক্রমন করে। এ সময় আল মামুনকে থেকাতে আসা আল ফারুক ও তার দুই পুত্রও যখম হয়। ঘটনার বিবারনে জানা গেছে শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে আল মামুন ও তার দুই পুত্র আব্রাহাম লিকংন এবং আশিকুজ্জামান লিমন চাঁদাবাজী এর চাঁদাবাজীর জালায় এলাকার সকল শ্রেনী পেশার মানুষ অতিষ্ট হয়ে উঠে।এই চাঁদাবাজরা এলাকায় পত্রিকার প্রতিনিধি হিসাবে নিউজ করার ভয় দেখিয়ে অসহয় মানুষের নিকট থেকে চাঁদা আদায় করছে এমন কিছু তথ্য প্রমান সম্বলিত ফেসবুক পোষ্ট ভাইরাল হলে তদন্ত করে চাঁদাবাজীর প্রমান পাওয়ায় তাদেরকে বহিস্কার করা হয়। শ্যামনগরের একটা গন্ড মূর্খ চাদাবাজ পরিবারে পিতা ও দুই পুত্র সাতক্ষীরার তিনটি দৈনিকের সাংবাদিক পরিচয়ে এলাকায় চাদাবাজীর রাম রাজত্ব কায়েম করে। তথ্য অনুসন্ধানে দেখা গেছে শ্যামনগরের ভেটখালী গ্রামের আল মামুনের দুই পুত্র আব্রাহাম লিংকন দৈনিক সাতনদী, আশিকুজ্জামান লিমন দৈনিক আজকের সাতক্ষীরা ও আল মামুন নিজেই দৈনিক যুগের বার্তা পত্রিকার সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী করে সংসার চালায়। পিতাপুত্ররা মিলে ভেটখালী বাজারে পত্রিকা প্রতিনিধির অফিস খুলে চাদাবাজী করছে বলে অনুসন্ধানে জানা গেছে। এরা প্রথমিকের গন্ডি না পেরুলেও বিরাট ভাবধারী সাংবাদিক ও যত অপকর্মে সম্পাদকরা তাদের পক্ষে প্রশাসনের কাছে ফোন দিয়ে সহয়তা করছে বলে এই সব চাঁদাবাজরা বুক ফুলিয়ে বলে বেড়ায়।
একটি সুত্র জানিয়েছে প্রথমে দৈনিক সাতনদী পত্রিকায় আব্রাহাম লিংকনকে রমজাননগর ইউনিয়ন প্রতিনিধি হিসাবে নিয়োগ পায়। সে সময় ঐ পত্রিকা অফিসের একজন দিনের পর দিন আব্রাহাম লিংকনের বাড়ীতে অবস্থান করে এলাকার অফিস আদালতসহ সম্ভব্য চাঁদা আদায়ের উৎস সম্পর্কে প্রশিক্ষন দেয়। আব্রাহাম লিংকনের ব্যাক্তিগত ফেসবুক আই ডির পোষ্ট সমুহ দেখলেই এবং তার কথা বলার ধরন দেখলেই সাংবাদিকতা নামক মহান পেশা কিভাবে কুলষিত হচ্ছে তা বোঝা যায়। সাংবাদিকতা থেকে চাঁদাবাজী করে আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষন নিয়ে নৈতিক স্খলনের দায়ে বিদেশ ফেরত আশিকুজ্জামান লিমনকে সাংবাদিকতা পেশায় আনতে চেষ্টা চলতে থাকে। এ দিকে ঐ প্রশিক্ষক দৈনিক সাতনদী ছেড়ে আজকের সাতক্ষীরায় যোগদান করে আশিকুজ্জামান লিমনকে আজকের সাতক্ষীরা পত্রিকার রমজাননগর প্রতিনিধি হিসাবে নিয়োগ দেয় এবং তদবীর করে আল মামুনকে যুগের বার্তার সাংবাদিক বানিয়ে ফেলে। চাদাবাজী করে এই পরিবারের সংসার দেদারছে চলতে থাকা অবস্থায় বাদ সাধে এলাকার এক শ্রেনীর প্রতিবাদী মানুষ। শ্যামনগরের মানিকখালী মন্দিরের গাছ কাটা নিয়ে চাঁদাবাজী করতে গেলে মন্দির কতৃপক্ষ আব্রাহাম লিংকনের নামে শ্যামনগর থানায় চাদাবাজী মামলা করে। অপরদিকে আশিকুজ্জামান লিমন কালিঞ্চি গ্রামের এক অসহায়য় পরিবারের কাছ থেকে চাঁদা নিলে তার নামেও সম্প্রতি শ্যামনগর থানায় চাঁদাবাজী মামলা হয়। এই চাঁদাবাজদের হাত থেকে পাটা ছাগল ও রেহাই পায়নি বলে অনুসন্ধানে জানা গেছে। জানাগেছে মহামারী করোনার ভেতরেও উপজেলার পাতড়াখোলা গ্রামের এক দরিদ্র ছাগল পালনকারীর কাছে আব্রাহাম লিংকন পাটা ছাগলের লাইসেন্স দেখতে চায়। লাইসেন্স দেখাতে না পারায় আব্রাহাম লিংকন ঐ পরিবারের কাছে চাঁদাদাবী করে যা ঐ পরিবারের বক্তব্যের লাইভ সম্প্রচার ফেসবুকে ভাইরাল হয়। মহামারী করোনার কারনে এই চাদাবাজ পরিবারের চাঁদাবাজী নির্ভর আয়ের উৎস কমে গেলে তারা দিশে হারা হয়ে পড়ে।এই চাঁদাবাজরা এলাকায় পত্রিকার প্রতিনিধি হিসাবে নিউজ করার ভয় দেখিয়ে অসহয় মানুষের নিকট থেকে চাঁদা আদায় করছে এমন কিছু তথ্য প্রমান সম্বলিত ফেসবুক পোষ্ট ভাইরাল হলে তদন্ত করে চাঁদাবাজীর প্রমান পাওয়ায় আশিকুজ্জামান লিমনকে আজকের সাতক্ষীরা থেকে বহিস্কার করা হয়।
অপরদিকে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদকের নাম করে অসহয় জেলে বাউলীর কাছ থেকে চাঁদা দাবী ও চাঁদা আদায়ের একটি অভিযোগ দৈনিক সাতনদী কতৃপক্ষের নিকটে ইমেলে প্রেরন করা হলে বিষয়টি তদন্ত করা হয়নি বলে ভুক্তভোগী অসহয় জেলে বাউলীরা জানিয়েছেন। তারা এ প্রতিবেদককে বলেছেন আব্রাহাম লিংকন দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদকের কথা বলে তাদের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও চাঁদা আদায় করলে ঘটনাটির কথাপোকথনের অডিও থাকার পরেও আব্রাহাম লিংকনের বিরুদ্ধে সাতনদী কতৃপক্ষ তদন্ত করছেন না। শ্যামনগরের একটা গন্ড মূর্খ চাদাবাজ পরিবারে পিতা ও দুই পুত্র সাতক্ষীরার তিনটি দৈনিকের সাংবাদিক পরিচয়ে এলাকায় চাদাবাজীর রাম রাজত্ব কায়েম করে। পিতাসহ দুই পুত্রের চাঁদাবাজীর প্রতিবাদ করতে যাওয়ায় গতকাল মঙ্গলবার সাংবাদিক পরিচয়ধারী চাঁদাবাজ গ্রুপ ইফতারের পূর্ব মুহুত্বে লাঠিসোটা নিয়ে প্রতিবাদকারীদের উপর আক্রমন করে। এ ঘটনায় উভয় পক্ষ শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।