নয়াডাক ডেস্কঃ-নয়াডাক সম্পাদকের একটি মানবিক সাহায্যের আবেদন সংক্রান্ত ফেসবুক পোষ্ট ভাইরাল হওয়াতে অসহয় পরিবারটির পাশে অনেকই দাড়াচ্ছে। নয়াডাক সম্পাদকের ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো
একটি মানবিক সাহা্য্যের আবেদন। শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামের মৃত গীরেন্দ্র নাথের পুত্র সঞ্জয় কুমার মন্ডলের (খোকন) দুই সন্তানের জননী স্ত্রী সুসমা মন্ডল গুরুত্বর অসুস্থ হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খোকনের দিন আনা দিন খাওয়া পরিবারের তার স্ত্রী গর্ভবতি হয়ে শ্যামনগরের মর্জিনা নামক এক নার্সের খপ্পরে পড়ে। মর্জিনা তাকে ঔষধ খাইয়ে এব্রেশন করানোর চেষ্টা করে এবং হাত দিয়ে এব্রেশন করতে যেয়ে ৬ মাসের ভ্রুন হত্যা করে এবং সুসমার মলদ্বারের নাড়ী ছিড়ে ফেলে। গুরুত্বর অসুস্থ হয়ে সুসমাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখে হাসপাতাল কতৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে বলে। অসহয় খোকন দিশেহারা হয়ে তার স্ত্রীকে সেখান থেকে শ্যামনগর রিডা প্রাইভেট হাসপাতাল ও ঝাউডাংগা সুজিত বাবুর ক্লিনিক, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে গেলে তারা এই রোগীর অপারেশনে অপারগতা প্রকাশ করে। অবশেষে সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে গেলে ডাঃ শরিফুল ইসলাম গত ০৬ জানুয়ারী সুসমার অপারেশন করেন। বর্তমানে সুসমার পেটের নাড়ী বাইরে রেখে ড্রেসিং চলছে। সুসমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সে বর্তমানে সাতক্ষীরা সিবি হাসপাতালে ডাঃ শরিফুল ইসলামের অধীন নিবিড় পরিচর্যায় আছে। খোকনের মোবাইল নং ০১৭৯৪৪৯৫৯২৪ এবং বিকাশ নং ০১৯১১১০৩৩৫৮। এমন কোন সম্পদ তার নেই যে চিকিৎসা ব্যায় করবে। সহৃদয়বান ব্যাক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছি