ডেস্ক রিপোর্ট : পরকীয়ার টানে দুই সন্তানের জনক জননী বাড়ি ছাড়া,ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলায়।জানাযায়,পাতড়াখোলা গ্রামের মোঃ আনোয়ার গাজীর পুত্র মোঃ আলী হোসেন গাজী (৩২) এর সাথে একই গ্রামের মোঃ সিরাজুল বাওলিয়ার স্ত্রী মোছাঃ নার্গিস বেগম এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে যা জানাজানি হলে পারিবারিক ভাবে কয়েকবার সমঝোতা করা হলেও এ অবের্ধ প্রেমের সম্পর্ক থেমে থাকিনি যার ফল স্বরুপ গত ১২ ই ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির কাউকে না জানিয়ে নার্গিস বেগম,আলী হোসেন এর সাথে পালিয়ে যায় পরবর্তীতে জানাযায় তারা একই সাথে আছে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।সরজমিনে উপস্থিত হলে সিরাজুল বাওলিয়া বলেন আমি কাজকর্মে সারাদিন বাইরে থাকি সৈই সুযোগে আমার স্ত্রী পরকীয়ার সম্পর্ক গড়ে তলে এবং প্রতিদিনের ন্যায় কাজ সেরে বাড়িতে ফিরে দেখি স্ত্রী ঘরে নেই এবং সব কিছুই অগোছালো অবস্থায় আছে,তিনি আরো বলেন,তার জীবনের অর্জিত সবকিছুই স্ত্রী কাছে ছিল নগদ অর্থ সোনার অলংকার অনন্য আসবাব পত্র সহ প্রায় ২লক্ষধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়,যা আমার সন্তানদের ও আমাকে একবারে নিঃস্ব করে যায়।আলী হোসেন বিবাহিত স্ত্রী ২ সন্তানের জনক,নার্গিস বেগম ও ২সন্তানের জননী।বাবা মা এভাবে চলে যাওয়াতে সন্তানদের মাঝে প্রভাব পরে তাদের বাবা মার এমন কর্মকান্ডে তারা মর্মহত।এ বিষয়ে শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় যার নং ৫৯৭,আর ১৩-১২-১৯। অসহায় সিরাজুল বাওলিয়া দাবী করে বলেন আমার কষ্টের অর্জিত নগদ অর্থ ও স্বর্নের অলংকার গুলো ফেরত পেতে সকলের সহযোগিতা কামনা করি