আলমগীর হোসেন বাবু, জেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা শ্যামননগর উপজেলার তারানীপুর গ্রামের বাহারাইন প্রবাসি ওমর আলী শেখের পুত্র আব্দুল্লার স্ত্রী মোছাঃ নাছিমা খাতুন (৩০) গত ০৫ ই অক্টোবর থেকে নিখোজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে আব্দুল্লার পিতা ওমর আলী শেখ তার পুত্র বধু নিখোজের বিষয়ে শ্যামনগর থানায় ডায়েরী করেছে বলে জানা যায়। জানা যায় , আব্দুল্লাহ প্রায় তিন বছর যাবৎ বাহারাইনে অবস্থান করছে। এ সময় আব্দুল্লাহ তার বিদেশ থেকে অর্জিত অর্থ নাছিমার ব্যাংক এ্যাকাউন্ডে প্রায় চার লক্ষাধিক টাকা প্রেরন করে। তাছাড়া নাছিমার ভাই আশরাফ হোসেনের নিকটে চার লক্ষ টাকা প্রেরন করে। এ সব টাকাসহ নগদ অর্থ ও দুই লক্ষাধিক টাকার স্বর্ণের অলংকার নিয়ে নাছিমা বাড়ী ছেড়ে পালিয়ে যায়। এ সময় সে তার শিশু পুত্র হাসান (৫)কে শশুর বাড়ীতে ফেলে রেখে যায়। দুই সন্তানের জনক নাছিমার নিখোজ হওয়ার বিষয়টি এলাকায় চায়ের দোকানসহ সর্বত্র মুখোরোচক আলোচনায় পরিনত হয়েছে। এলাকাবাসী বলছে নাছিমার ২য় স্বামী আব্দুল্লাহ তার পিতামাতার কাছে অর্থ প্রেরন না করে বউয়ের কাছে টাকা পাঠানোর ফলে নাছিমার চলাফেরা বেপরোয়া হয়ে উঠে। তাছাড়া কেহ কেহ তার বিরুদ্ধে অসমাজিক কাজের অভিযোগ আনেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে , শ্যামনগর থানার এএসআই রফিক বলেন , ঘটনাটি তিনি শুনেছেন এবং ডায়েরী ভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এই প্রতিনিধিকে জানান। দুই সন্তানের জননী নাছিমা নিখোজ হওয়ার বিষয়ে জানতে চাইলে নাছিমার শশুর ওমর আলী শেখ বলেন , তার ছেলে বিদেশে যাওয়ার পরে তার পরিবারেরর যাবতীয় আর্থিক নিয়ন্ত্রন তার পুত্র বধু করত। পুত্র বধু নিখোজ হওয়ার পরে তিনি তার পুত্র বধুর অনেক অনুসন্ধান করেছেন। এখন তিনি তার পুত্রের শিশু পুত্র হাসানকে নিয়ে বিপাকে আছেন। ঘনটার বিষয়ে নিখোজ হওয়া নাছিমার ভাই আশরাফ বলেন , নাছিমার স্বামী বিদেশে আকামা করার জন্য তার স্ত্রীর নিকটে দেড় লক্ষ টাকা প্রেরনের জন্য পিড়াপেড়ি এবং কতা কাটাকাটি করায় তার বোন নিখোজ হয়েছে। তারাও নাছিমাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে নাছিমার মাতা রোকেয়া বেগম শ্যামনগর থানায় একটি ডায়েরী করেছেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।